আসসালামু আলাইকুম, Blog Academy এর পক্ষ থেকে আপনাকে জানাই স্বাগতম। আশাকরি আপনি ভালো আছেন। অন-পেজ অপটিমাইজেশন কি(What is on page optimization)?, অফ-পেজ অপটিমাইজেশন( Off page Optimization) কি টেকনিক্যাল এসইও কি(What is Technical SEO)? এই বিষয়গুলি নিয়ে আমরা পূর্ববর্তী পোস্টগুলোতে আলোচনা করেছি। আজকের এই পোস্টের মাধ্যমে আমরা লোকাল এসইও কি(What is Local SEO)? এবং লোকাল বিজনেস এর ক্ষেত্রে ওয়েবসাইটে লোকাল এসইও এর প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করবো। তো চলুন শুরু করা যাক।
লোকাল এসইও কি?
এটি এমন একটি ডিজিটাল মার্কেটিং পদ্ধতি যার মাধ্যমে কোন নির্দিষ্ট অডিয়েন্সকে টার্গেট করে ওই নির্দিষ্ট ওয়েবসাইট কে সার্চ ইঞ্জিন এ র্যাঙ্ক করানোর জন্য অপটিমাইজ করা।
লোকাল এসইও এর প্রকারভেদ(Types of local SEO):
মূলত সার্চ কিওয়ার্ড ও সার্চ ভলিউম এর উপর ভিত্তি করে লোকাল এসইও ২ প্রকার।
- আইপি নির্ভর
- লোকেশন নির্ভর
আইপি নির্ভর সার্চ(IP Related Search): ধরুন, আপনি Web Design Service Provider লিখে গুগলে সার্চ করলেন, তাহলে জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগল আপনাকে আপনার আইপি অ্যাড্রেস এর উপর ভিত্তি করে নিকটবর্তী সেরা ওয়েব ডিজাইন সার্ভিস প্রোভাইডারদের ফলাফলগুলি প্রদর্শন করবে।
লোকেশন নির্ভর সার্চ(Location Related Search): এখন ধরে নিন আপনি Web Design Service Provider in Dhaka লিখে গুগলে সার্চ করলেন। সেক্ষেত্রে লোকেশন এর উপর ভিত্তি করে ঢাকাতে যে সকল ওয়েব ডিজাইন সার্ভিস প্রোভাইডার কোম্পানি রয়েছে সার্চ ইঞ্জিন গুগল তাদের মধ্যে সেরা ফলাফল গুলিকে আপনার সামনে প্রদর্শন করে।
লোকাল এসইও এর ক্ষেত্রে প্রথমে কাজ শুরু করতে হয় যেকোনো নিদ্রিস্ট শহরের নামকে টার্গেট করে, পরবর্তীতে সেখানে অবস্থান ভালো হলে পরিকল্পনা অনুসারে নিজের অবস্থানের উন্নতির জন্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে।
লোকাল এসইও গুরুত্বপূর্ণ কেন(Why is local SEO important)?
আপনি কি গুগল, বিং, অ্যাপল মানচিত্র এবং অন্যান্য স্থানীয় অনুসন্ধান ইঞ্জিন গুলিতে আপনার স্থানীয় ব্যবসাকে র্যাঙ্ক(Rank) করতে চান? তাহলে আমি মনে করি, লোকাল এসইও আপনার জন্য একটি উপযুক্ত এবং সময় উপযোগী পদ্ধতি।
যেকোনো লোকাল বিজনেস এর জন্য এসইও খুবই গুরুত্বপূর্ণ। গুগলে সমস্ত অনুসন্ধানের মধ্যে 46% অনুসন্ধান হয় শুধুমাত্র লোকাল সার্চ এর জন্য। ভিজিটরদের কাছে সঠিক ও নির্ভুল তথ্য প্রদর্শনের জন্য সার্চ ইঞ্জিন সেবা দান কারী প্রতিষ্ঠানগুলি প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। দৈনন্দিন জীবনের বিভিন্ন ধরনের সমস্যা সমাধানের ক্ষেত্রে আমরা প্রতিনিয়ত অনলাইন নির্ভর হয়ে পরছি। জিনিসপত্র কেনাকাটা থেকে শুরু করে বিভিন্ন ধরনের সেবাদানকারী প্রতিষ্ঠানকে খুঁজে বের করতেও সবাই সার্চ ইঞ্জিন ব্যাবহার করছে।
একটা বাস্তব উদাহরণ দিলে বিষয়টি পরিস্কার হয়ে যাবে। যেমন ধরুনঃ আপনার একটি ব্যবসা প্রতিষ্ঠান বা লোকাল বিজনেস আছে। যেখানে আপনি অনলাইন এর পাশাপাশি অফলাইনেও সার্ভিস প্রদান করে থাকেন। এই কাজটিকে সহজ করে তুলতেই লোকাল এসইও খুবই সহায়ক। আপনার ওয়েবসাইট এ লোকাল এসইও কৌশলগুলি(Strategy) এপ্লাই করার ফলে কাস্টমাররা খুব সহজেই আপনাকে খুঁজে পায়।
ওয়েবসাইট থাকলে এসইও এর মাধ্যমে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে ভিজিটর বা ট্রাফিক নিয়ে আশা যায় এটা সত্যি কথা। তবে আপনার যদি লোকাল বিজনেস থাকে তবে আপনি অবশ্যই চাইবেন টার্গেট অডিয়েন্স নিয়ে আসতে। তার কারন হল আপনি যদি কোন পণ্য বা সেবা আশেপাশে অবস্থানকারী মানুষদের কাছে বিক্রি করতে চান তাহলে আপনার সাধারন এসইও এর পাশাপাশি লোকাল এসইও অবশ্যই করতে হবে।
ওয়েবসাইটে লোকাল এসইও কিভাবে করবো(How do I do local SEO on a website)?
এসইও একটি চলমান প্রক্রিয়া। নিত্য নতুন আপডেট প্রতিনিয়ত আসছে এসইও ইন্ডাস্ট্রিতে। নিত্য নতুন নিয়মের মাধ্যমে এসইও করা আরও অনেক জটিল ও সময় সাপেক্ষ ব্যাপার হয়ে যাচ্ছে। আপনার ওয়েবসাইট যদি কোন লোকাল এরিয়া ভিত্তিক হয় সেক্ষেত্রে এসইও করার ক্ষেত্রে লোকাল বিভিন্ন বিষয় মাথায় রেখেই ওয়েবসাইট গুগলে র্যাঙ্ক করতে লোকাল বিষয়গুলোর প্রতি গুরুত্ব দিতেই হবে।
যেসব বিষয়গুলির অবশ্যই করনীয়ঃ
১। লোকাল ডোমেইন নির্বাচন করা।
২। কীওয়ার্ড রিসার্চ এবং ওয়েবসাইটের অনপেজ অপটিমাইজেশন সঠিকভাবে করা।
৩। গুগল মাই বিজনেস এ অন্তর্ভুক্ত করা।
৪। লোকাল লিস্টিং করা।
৫। আপনার এরিয়া ভিত্তিক কনটেন্ট তৈরি করে পাবলিশ করা।
৬। লোকাল লিঙ্ক বিল্ডিং করা।
৭। অনলাইন রিভিউ সংগ্রহ করা।
লোকাল এসইও এর মার্কেট চাহিদা(Market Demand for Local SEO):
বর্তমানে চাহিদার পরিপেক্ষিতে লোকাল এসইও এর থেকে গ্লোবাল এসইও অনেক এগিয়ে আছে। এর প্রধান কারন হল ইন্টারনেটে বেশির ভাগ ওয়েবসাইট গুলি ইনফরমেটিভ বা ব্লগ আকারে প্রকাশ করা হয়ে থাকে। কিন্তু কালের বিবর্তনে লোকাল এসইও ইন্ডাস্ট্রি গ্লোবাল এসইও ইন্ডাস্ট্রি পাশাপাশি এগিয়ে চলেছে। ওয়েবসাইট গুলি এখন শুধুমাত্র তথ্যই শেয়ার করে না বরং এর পাশাপাশি বিভিন্ন পণ্য বা সেবা বিক্রির দিকে ঝুঁকে পরছে। অ্যামাজন, আলিবাবা,দারাজ,আজকের ডিল ডট কমের মত ওয়েবসাইট গুলো লোকাল এসই ও ব্যবহার করে হাজার হাজার কাস্টমারদেরকে সেবা প্রদান করে যাচ্ছে। সেদিন খুব বেশি দূরে নয়, যেদিন লোকাল এসই ও গ্লোবাল এসই ও এর থেকে অনেক বেশি চাহিদা সম্পন্ন ও জনপ্রিয় হয়ে উঠবে।
লোকাল এসইও(Local SEO) নিয়ে কোনো প্রশ্ন বা পরামর্শ থাকলে, আমাদেরকে নিচে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না।
ধন্যবাদ আপনার মূল্যবান সময় দিয়ে আমাদের পুরো পোস্টটি পরার জন্য।