অন পেজ অপটিমাইজেশন কি (What is on page optimization)?

অন পেজ অপটিমাইজেশন কি (What is on page optimization)?

আসসালামু আলাইকুম, ফ্রেন্ড’স আইটি পয়েন্ট (FriendsITpoint) এর পক্ষ থেকে আপনাকে স্বাগতম। SEO কি? ‍SEO কত প্রকার ও কি কি? SEO কেন শিখবো?  এই বিষয়গুলি নিয়ে আমরা পূর্ববর্তী লেকচারে আলোচনা করেছি। আজকের এই পোস্টের মাধ্যমে আমরা জানবো অন-পেজ অপটিমাইজেশন( On page Optimization) কি ? এবং কিভাবে ওয়েবসাইটে অন-পেজ অপটিমাইজেশন(On page Optimization) করতে হয়, সেই সম্পর্কে। চলুন শুরু করা যাক আল্লাহ্‌র নামে।

 

অন-পেজ অপটিমাইজেশন কি?

সাধারনভাবে অন-পেজ অপটিমাইজেশন বলতে, ওয়েব পেজের(Web page) মধ্যে যে সকল কাজগুলি করা হয় তাকেই অন-পেজ অপটিমাইজেশন বলা হয়।

আর আমরা যদি বিষয়টিকে গভীরভাবে চিন্তা করি তবে প্রথমেই অমাদের ভাবতে হবে আমরা ওয়েব পেজে কি কি কাজ করে থাকি। এক্ষেত্রে আপনার উত্তর হতে পারে লেখা লেখি করি, ছবি আপলোড করি, গান আপলোড করি ইত্যাদি। কিন্তু SEO(Search Engine Optimization) এর ক্ষেত্রে এসব বিষয় গুলো সাধারণত তেমন প্রধান্য পায় না। এসকল বিষয় গুলিকে সার্চ ইঞ্জিনের জন্য উপযোগী করাই হল অন-পেজ অপটিমাইজেশন প্রসেস।

 

অনপেজ অপটিমাইজেশন এর জন্য যেসব বিষয়গুলি অবশ্যই জানতে হবেঃ

১। মেটা ট্যাগের ব্যবহার
২। টাইটেলে ট্যাগের ব্যবহার
৩। মেটা ডিসক্রিপসন এর ব্যবহার
৫। ইমেজ অপটিমাইজেশন
৬। কন্টেন্ট এর মধ্যে H1-H6 ট্যাগের ব্যবহার
৭। ইন্টারনাল লিঙ্কিং এর ব্যবহার
৮। কী ওয়ার্ড সমৃদ্ধ কনটেন্ট বনানো
৯। XML Sitemaps তৈরী করণ
১০। ওয়েবমাস্টার টুল সাবমিসন(Google Search Console)
১১। অ্যানালিটিকস সেট আপ(Google Analytics)
১২। রোবট টেক্সট সেট আপ ইত্যাদি।

এসকল বিষয় গুলোকে যদি আপনি আপনার ওয়েবসাইট এ ভালোভাবে অ্যাপ্লাই করতে পারেন তাহলে আপনি আপনার ওয়েবসাইটের অনপেজ অপটিমাইজেশন(On page Optimization) পাঠটি ভালোভাবে সম্পাদন করতে পেরেছেন। পরবর্তী লেকচারে আমরা অনপেজ অপটিমাইজেশন এর বিষয়বস্তুগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো।

 

পরিশেষে একটি কথা বলতে চাই, আমাদের এই ব্লগ পোস্টটি যদি আপনার সামান্যতম উপকারে আসে তাহলে আপনার ভাই, বোন, বন্ধু-বান্ধব, আত্মীয়স্বজনের মাঝে শেয়ার করতে ভুলবেন না। অন পেজ অপটিমাইজেশন নিয়ে কোন প্রশ্ন বা পরামর্শ থাকলে আমাদেরকে নিচে কমেন্টের মাধ্যমে জানাবেন। ধন্যবাদ

One thought on “অন পেজ অপটিমাইজেশন কি (What is on page optimization)?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *