ব্লগ একাডেমিতে কাজ করে আপনিও ইনকাম করবেন কিভাবে?

ব্লগ একাডেমিতে কাজ করে আপনিও ইনকাম করবেন কিভাবে?

ব্লগ একাডেমিতে কাজ করে ইনকাম করার জন্য আপনাকে কয়েকটি ধাপে কাজ করতে হবে। এই ধাপগুলো অনুসরণ করে আপনি ব্লগ একাডেমির সাহায্যে নিজের ব্লগিং ক্যারিয়ার গড়ে তুলতে এবং ইনকাম করতে পারবেন।

আমাদের সাথে কাজ করে ইনকাম করবেন কিভাবে?

টিকটক এপ্স শেয়ার করেও নয়, ভিডিও দেখে ও নয়, কিংবা এড দেখেও নয় আপাতত আপনার জন্য ২ টি উপায় আছে আমাদের সাথে কাজ করে ইনকাম করার।

  • ১. ব্লগ লিখে ইনকাম
  • ২. ভিজিটর এনে ইনকাম
 
১. ব্লগ লিখে 
 
আমাদের ওয়েবসাইটটি টেক রিলেটেড ওয়েবসাইট, এখানে আপনি টেক রিলেটেড বিভিন্ন লেখা প্রকাশ করে আয় করতে পারেন। লেখার শেষে যেহেতু আপনার প্রোফাইল লিংক থাকবে সেহেতু লেখালেখির মাধ্যমে আপনার একটা পরিচিতি ও বাড়বে।
 
কিভাবে লিখবেনঃ প্রথমে আমরা আপনাকে একটা টপিক দিয়ে দিব সেই টপিক এর উপর ১২০০-১৫০০ শব্দের একটা আর্টিকেল লিখতে হবে। আর্টিকেল বাংলা অথবা ইংরেজিতে হতে হবে। চাইনিস কিংবা বাংলিশ ভাষা নট এলাউ ।
 
ধরুন আমরা আপনাকে টপিক দিলাম “ভার্চুয়াল রিয়েলিটি. আপনি এই ব্যাপারে গুগুল করে জানলেন, একটু পড়ালেখা করলেন, বুঝলেন কিভাবে কাজ করে, এটা কি, কত প্রকার, এর উপকারিতা ইত্যাদি বিষয়গুলো নিয়ে লিখবেন।
 
লেখাগুলো অবশ্যই নিজের মত করে লিখতে হবে, কারো হুবহু কপি হওয়া যাবে না, আপনি অন্যেরটা দেখে আইডিয়া নিতে পারেন।
 
২. ভিজিটর এনে ইনকাম
 
আমরা আপনাকে একটা রেফারেল লিংক দিয়ে দিব, সেই লিংক এর মাধ্যমে আপনি যত বেশি ভিজিটর নিয়ে আসবেন তত ইনকাম। আপনার যদি ৫০০০ ফ্রেন্ড থাকে তাহলে সেই লিংক থেকে অনেক ভিজিটর নিয়ে আসতে পারবেন।
 
এছাড়াও বিভিন্ন ফেসবুক গ্রুপ, টুইটারে পোস্ট, ও অন্যন্য সোস্যাল মিডিয়ায় শেয়ার করে ভিজিটর আনতে পারেন। এক্ষেত্রে একজন ভিজিটর একবার কাউন্ট হবে মাত্র।
 
ইনকাম কত?
 
এটা নির্ভর করবে আপনার কাজের উপর। ১২০০-১৫০০ শব্দের একটি আর্টিকেল এর বিনিময়ে আপনি পাবেন ৩০০-৪০০ টাকা মাত্র।

আপনি ইচ্ছা করলে সারাদিনে ১-২ টা আর্টিকেল লিখে শেষ করতে পারবেন।

প্রতি ৫০০ ইউনিক ভিজিটর এর বিনিময়ে আপনি পাবেন ২০০ টাকা করে।

আপনারা যারা সারাদিন ফেসবুকে, বা অন্যান্য সোস্যাল মিডিয়ায় সময় নষ্ট করেন, তারা আমাদের সাথে এই কাজ করে সময়টাকে কাজে লাগাতে পারেন। ইনকাম ও করতে পারেন।স

এতে আমাদের লাভ কি?
 
আপনি আমাদের ওয়েবসাইটে লিখতেছেন, আমাদের কন্টেন্ট বৃদ্ধি পাচ্ছে, সার্চ ইঞ্জিন গুলোর কাছে আমাদের ওয়েবসাইটের ভেলু বৃদ্ধি পাবে, আমাদের ইনকাম বৃদ্ধি পাবে।
 
আপনি ভিজিটর নিয়ে আসলে আমাদের লাভ হলো আমাদের ওয়েবসাইট ভিজিটর পাবে, র্যাংক ও ইনকাম বৃদ্ধি পাবে।
 
কিভাবে শুরু করবেন?
 
আমাদের ওয়েবসাইটে গিয়ে দেখবেন “লিখতে চাই” একটা অপশন আছে, ওখান থেকে রেজিস্ট্রার করতে হবে আপনার ইমেইল এবং আপনার ডিটেইলস দিয়ে।
 
এরপর বাকি কাজ আমরা বুঝিয়ে দিব, ইনশাল্লাহ।

আজে বাজে কাজ করে টাকা ইনকাম করবেন না, ভুলভাল কাজ করে প্রতারিত হওয়া থেকে সাবধান থাকুন। দীর্ঘ সময়ের টার্গেট নিয়ে কাজ করুন।

 
উই আর রেডি টু আসিস্ট ইউর ক্যারিয়ার – আপনাদের সবার জন্য শুভকামনা
 
আপনাদের পরিচিত কেউ আগ্রহী হলে গ্রুপে জয়েন হওয়ার ইনভাইট পাঠাতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *