আসসালামুয়ালাইকুম। Blog Academy এর পক্ষ থেকে আপনাকে স্বাগতম। আশা করি আপনি ভালো আছেন। আমাদের আজকের আলোচনার বিষয়ঃ পেওনিয়ার (Payoneer) মাস্টার কার্ড কি?। চলুন জেনে আসি।
পেওনিয়ারঃ পেওনিয়ার একটি আমেরিকান আর্থিক পরিষেবা সংস্থা যা অনলাইন অর্থ স্থানান্তর, ডিজিটাল পেমেন্ট পরিষেবাদি সরবরাহ করে এবং গ্রাহকদেরকে কার্যকারী মূলধন সরবরাহ করে।
পেওনিয়ার (Payoneer) মাস্টার কার্ডঃ
পেওনিয়ার মাস্টার কার্ড এমন এক ধরনের প্রিপেইড মাস্টার কার্ড যার মাধ্যমে অনলাইন সেলারদের এবং ফ্রীলান্সারদের পেমেন্ট লেনদেনে সহায়তা করা হয়। বিশেষ করে যারা বিভিন্ন ফ্রিলান্সিং মার্কেটপ্লেস গুলাতে কাজ করে তাদের পেমেন্ট লেনদেনের জন্য এই কার্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এই কার্ডের মাধ্যমে যেকোনো দেশের মুদ্রা আপনি আপনার নিজের অ্যাকাউন্টে নিয়ে আসতে পারবেন। এবং পরবর্তীতে আপনি চাইলে ঐ মুদ্রা সমুহকে আপনার দেশের মুদ্রা বা টাকায় কনভার্ট করে দেশের যেকোনো মাস্টার কার্ড সাপোর্ট করা ATM(Automated Teller Machine) এর মাধ্যমে উত্তলন করতে পারেন।
পেওনিয়ার মাস্টার কার্ড এর সুবিধাসমূহ
- বিশ্বব্যাপী গ্রহণযোগ্য মাস্টার কার্ড পাওয়া যাবে।
- কার্ডটি অনলাইন অর্থ স্থানান্তর করতে সহায়তা করবে।
- একটি অনলাইন ব্যাংকিং ভারচুয়াল অ্যাকাউন্ট পাওয়া যাবে।
- মাস্টার কার্ড সাপোর্ট করে এমন প্রতিষ্ঠান থেকে কোন পণ্য বা সেবা ক্রয় করা যাবে।
- বাইরের দেশের বিভিন্ন কোম্পানি বা প্রতিষ্ঠান বা যেকোনো ব্যক্তির কাছ থেকে পেমেন্ট গ্রহন করতে পারবেন।
- যদি আপনি ভ্রমণ বা কোন কাজে বাইরের দেশে জান তবে সেসব দেশের বুথ গুলা থেকেও ঐ দেশের মুদ্রা উত্তলন করতে পারবেন।