আসসালামু আলাইকুম, ব্লগ একাডেমি (Blog Academy) এর পক্ষ থেকে আপনাকে স্বাগতম। ফ্রিল্যান্সিং ও আউটসোর্সিং কি ,
Author: Mostakin Mithun
আসসালামু য়ালাইকুম,
আমি মোস্তাকিন রহমান মিঠুন। ফাউন্ডার ব্লগ একাডেমি। অনলাইন ইন্ড্রাস্টিতে কাজ করছি গত ৮ বছর ধরে। পড়ালেখা করেছি কম্পিউটার সাইন্স ইঞ্জিনিয়ারিং নিয়ে। এ জন্য অনলাইন ক্যারিয়ার বিষয়ক গাইডলাইন দিতে পছন্দ করি। যারা আমার কাছে অনলাইন ক্যারিয়ার গাইড নেয় তাদেরকে আমি আমার জ্ঞান থেকে বিশুদ্ধ জিনিস টা দেওয়ার চেষ্টা করি এবং যাতে সফলতা অর্জন করতে পারে সেজন্য যথাসাধ্য সহযোগীতা করার চেষ্টা করি।
আর এই প্রয়াস থেকে আমার লেখালেখি, যাতে করে অনলাইন ক্যারিয়ার এর বিষয়ক সঠিক গাইড লাইন গুলো মানুষ পায় এবং ভুল পথে পা না বাড়ায়।
এছাড়াও আমি কাজ করছি ডিজিটাল মার্কেটিং এর অন্যতম গুরুত্বপূর্ন সেক্টর (এস ই ও) কৌশল নিয়ে।