welcome to blog academy

About Us

আসসালামু আলাইকুম, ব্লগ একাডেমি (Blog Academy) এর পক্ষ থেকে আপনাকে স্বাগতম।

ব্লগ একাডেমি হলো ব্লগ লেখার জন্য ব্যবহৃত একটি অনলাইন প্লাটফর্ম, যা ফ্রেন্ডস আইটি পয়েন্ট( FriendsITpoint) এর পক্ষ থেকে পরিচালিত। এখানে আপনি পাবেন বিভিন্ন ধরনের প্রযুক্তি সম্পর্কিত লেখা (Tech Related Blog) যা আপনার প্রযুক্তিতে জ্ঞান বৃদ্ধি করতে সহায়তা করবে, ইনশাল্লাহ।

আমরা সবসময় চেষ্টা করি আমাদের লেখাগুলি প্রত্যেকটি যেনো সঠিক তথ্য নির্ভর হয় এবং পাঠকের কাছে সহজে বোধগম্য হয়। আমাদের স্লোগান “চলুন সঠিক টা জানি”, এই কথার দ্বারা বোঝানো হয়েছে যে, বর্তমান এই তথ্যপ্রযুক্তির দুনিয়ায় অসংখ্য তথ্যের ভীরে অনেকসময় সঠিক তথ্য খুজে পেতে আমাদের অনেক বেগ পেতে হয়। অনেক ভুল ব্যাপার যাচাই বাছাই না করেই আমরা অনেকেই সাধারনত শেয়ার, লাইক, পোষ্ট করে থাকি যেটা আমাদের ভুল শেখায় অথবা ভুল তথ্য দেয় যা আমাদের জন্য ক্ষতিকর বটে।

তাই আমাদের ব্লগ একাডেমির প্রয়াস হল যে আমরা যেসব তথ্য অন্যের সাথে শেয়ার করব তা হবে সঠিক এবং যাচাই বাছাইকৃত তথ্য, যেটা আমাদের জন্য ভালো হবে।
আমরা যেসব বিষয়ে আলোকপাত করতেছি তার মধ্যে সবথেকে বেশি আলোচনায় থাকবে তথ্যপ্রযুক্তি বিষয়ক বিভিন্ন আলোচনা।
যেমনঃ
১। অনলাইন ক্যারিয়ার বিষয়ক গাইডলাইন
২। ফ্রিল্যান্সিংও আউটসোর্সিং
৩। প্রযুক্তি সম্পর্কিত বিভিন্ন লেখা
৪। এছাড়াও থাকবে স্বাস্থ্য বিষয়ক, এবং অনুপ্রেরনামুলক লেখা যা আপনার বাস্তব জীবনে কাজে লাগবে যেকোনো সময়।

৫। আর একটি বিশেষ দিক হলো যে আপনি প্রযুক্তি বিষয়ক বিভিন্ন পোষ্ট টিউটোরিয়াল হিসেবে পাবেন যা দেখে আপনি সহজেই যেকোনো একটি বিষয় শিখতে পারবেন,
– ওয়েব ডিজাইন
– ওয়েব ডেভেলপমেন্ট
– ডিজিটাল মার্কেটিং
– গ্রাফিক্স ডিজাইন
– মোবাইল এপ্লিকেশন
– ভিডিও এডিটিং
নিজের দক্ষতা বৃদ্ধিতে কাজে লাগাতে পারবেন।

কিছু নির্দিষ্ট বিষয় এর উপর আপনি পূর্ণাঙ্গ গাইডলাইন পাবেন,
যেমনঃ
ডিজাইন
  • ওয়েব ডিজাইন
  • গ্রাফিক্স ডিজাইন
  • এবং এর অভ্যন্তরীন পাঠসমূহ সম্পর্কে বিস্তারিত আলোচনা

ডেভেলপমেন্ট

  • ওয়েব ডেভেলপমেন্ট
  • মোবাইল এবং ওয়েব এপ্স ডেভেলপমেন্ট
  • এবং এর অভ্যন্তরীন পাঠসমূহ সম্পর্কে বিস্তারিত আলোচনা

ডিজিটাল মার্কেটিং

  • এস ই ও
  • এস এম এম
  • এস ই এম
  • ইউটিউব মার্কেটিং
  • এফিলিয়েট মার্কেটিং
  • এবং এর অভ্যন্তরীন পাঠসমূহ সম্পর্কে বিস্তারিত আলোচনা

ভিডিও এডিটিং

  • ভিডিও ও এনিমেশন তৈরী
  • ভিডিও এডিট
  • এবং অন্যান্য প্রয়োজনীয় ব্যাপার

 

আমাদের ব্লগ একাডেমি সম্পর্কে কোনো মতামত, প্রশ্ন বা কোনো জিজ্ঞাসা থাকলে মেইল করুনঃ

blogacademy.tech@gmail.com

আমরা যত তাড়াতাড়ি সম্ভব আপনার সাথে যোগাযোগ করবো । ধন্যবাদ